আন্তর্জাতিক

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তুরস্কে সেনাবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরা

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিঙ্গল প্রদেশ থেকে পার্শ্ববর্তী বিটলিস প্রদেশের তাতভান শহরে যাওয়ার সময় সিকমেসি নামক গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। এছাড়া আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির প্রধান জাতীয়তাবাদী দলের নেতা দেভলেত বাচেলি টুইটারে জানিয়েছেন, নিহতদের মধ্যে তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button