জাতীয়

বুধবার শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মসূচি

আগামীকাল ০৫ আগস্ট বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক সংস্কৃতি ও ক্রীড়া আন্দোলনের পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেশ কিছু উদ্যাগ হাতে নিয়েছে।  কর্মসূচিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

কর্মসূচিগুলো নিম্নরূপ:

১. ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সময়: সকাল ৯টা।

২. ধানমন্ডি আবাহনী মাঠে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সময়: সকাল ৯:৩০টা।

৩. বনানী কবরস্থানে শহিদ শেখ কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। সময়: সকাল ১০টা।

৪. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর

মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলসময়: সকাল            ১১টা।

৫.শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক অনুদান প্রদান। স্থান: চিত্রশালা প্লাজা, ২য় তলা, জাতীয় চিত্রশালা ভবন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা। সময়: বিকাল ৩টা

 

Related Articles

Leave a Reply

Back to top button