আন্তর্জাতিককরোনা

অক্সফোর্ডের ভ্যাকসিন ১০০ কোটি ডোজ উৎপাদনের চুক্তি ভারতের

অক্সফোর্ডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। অক্সফোর্ড ইউনিভার্সিটির করোনা ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদনের জন্য  এ চুক্তি তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগস্ট থেকে অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করবে সিরাম ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আধার পুনাওয়ালা পিটিআইকে বলেছেন, ‘আমরা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে কাজ করছি। এ ছাড়া আগামী মাসে ভারতে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বর্তমান পরিস্থিতি ও সর্বশেষ তথ্য অনুসারে এই বছরের শেষ দিকে ভ্যাকসিনটি পাওয়া যাবে।’

পুনাওয়াল আরও বলেন, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ভ্যাকসিনটির ১০০ কোটি ডোজ সরবরাহ করা হবে।

এই ভ্যাকসিন ভারত এবং বিশ্বের মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোর জন্য উৎপাদন করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button