Leadঅন্য খবরএনএনবি বিশেষজেলার খবরবরিশালশিক্ষা-স্বাস্থ্য

অনিয়মের রাজত্ব গড়েছেন ভোলার আউটসোর্সিং এজেন্ট ‘জাকির ট্রেডার্স’

আউটসোর্সিং কর্মীদের থেকে তিন কোটি টাকা উত্তোলন

কামাল হোসেন বিপ্লব, প্রধান অপরাধ প্রতিবেদক, ঢাকা : দেশের নাজুক স্বাস্থ্যখাতে চলমান অনিয়ম আর দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বিপুলসংখ্যক জনগোষ্ঠীর মৌলিক চাহিদার অন্যতম এই স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি। অথচ শিক্ষার মতো সর্বোচ্চ বরাদ্দ খাত এটি। অনেকেই বলেন, বরাদ্দ যেখানে বেশি লুটপাটও সেখানে বেশিই হবে।

সেবাখাতকে আরও গতিশীল ও কার্যকর করতে ২০১৮ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে নীতিমালা প্রণয়ন করে সরকার। যা ২০১৯ সাল থেকে কার্যকর হয়। অন্যদের মতো আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া চালু করে দ্বীপ জেলাখ্যাত ভোলা। ২০১৯ সাল থেকেই ‘জাকির ট্রেডার্স’ নামে একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ দিয়ে আসছে ভোলা সদর হাসপাতাল ও ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো।

পানিবেষ্টিত ভোলা জেলার প্রায় ২০ লখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। স্বাস্থ্য সেবা চালুর পর থেকে প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। আর আউটসোর্সিং প্রতিষ্ঠান যুক্ত হওয়ার পর অনিয়ম আর দুর্নীতি যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৯ সাল থেকে ভোলা সদর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের কাজ করছে ‘জাকির ট্রেডার্স’। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পছন্দের এই ‘জাকির ট্রেডার্স’-এর বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।

অভিযোগ আছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জাকির ট্রেডার্স’ ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের আউটসোর্সিং নীতিমালা অনুসরণ না করে জনবল নিয়োগ, ছাঁটাই এবং চাকরি রক্ষার নামে ভয় দেখিয়ে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ২৫০ কর্মীর কাছ থেকে ঘুষ নিয়েছে প্রায় তিন কোটি টাকারও বেশি।

নামপ্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, প্রতি মাসের বেতন পান না তারা। তবে ৪-৫ মাস পর পর নির্ধারিত পারিশ্রমিক পান। তবে চাকরি রক্ষার ভয় দেখিয়ে আউটসোর্সিং কর্মীদের কাছ থেকে ব্ল্যাংক চেকে স্বাক্ষর নিয়ে রাখে ‘জাকির ট্রেডার্স’। সই করা সেই চেকের মাধ্যমে কর্মীদের বেতন থেকে ১ হাজার ১৩০ টাকা উত্তোলন তুলে নেয় প্রতিষ্ঠানটি। যা আউটসোর্সিং নীতিমালা বিরুদ্ধ কাজ।

অভিযোগ রয়েছে, ভোলার প্রভাবশালী রাজনৈতিক দলের কিছু নেতার ছত্রছায়ায় ২০১৯ সাল থেকে জেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে অনিয়মের রাজত্ব এবং ক্ষমতার দুর্গ গড়ে তুলেছে এই ‘জাকির ট্রেডার্স’। এসব অনিয়ম জেনেও চাকরি হারানোর ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না আউটসোর্সিং কর্মীরা।


নিউজ নাউ বাংলার অনুসন্ধানী টিমের তথ্যে জানা যায়, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করছে ‘জাকির ট্রেডার্স’। প্রতিষ্ঠানটি আউটসোর্সিংয়ে ক্রয় করা সেবার বিপরীতে কর্মীদের অন্য পদে কাজ করানোরও অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের আউটসোর্সিং নীতিমালা ৭(ঘ) ভঙ্গ করে ভোলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে আওয়ামী ট্যাগসহ নানা ভুয়া অভিযোগে শত শত আউটসোর্সিং কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা কর্মীদের জায়গায় টাকার বিনিময়ে নতুন কর্মী নিয়োগ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তাদের এই অনিয়মের অন্যতম সহযোগী জেলার রাজনৈতিক নেতা এবং হাসপাতাল কর্তৃপক্ষ।

অনিয়মের মাধ্যমে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ দেয়ার বিষয়ে নিজের দায় নেই বলে দাবি করেন ভোলা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি নিউজ নাউ বাংলার প্রতিবেদককে টেলিফোনে জানান, নীতিমালা বহির্ভূত জনবল পরিবর্তনের দায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের।

অভিযোগের বিষয়ে জানতে আউটসোর্সিং সরবরাহকারী প্রতিষ্ঠান ‘জাকির ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী জাকির হাসানকে ফোন দেন নিউজ নাউ বাংলার প্রতিবেদক। টেলিফোনে জাকির হোসেন সব অভিযোগের দায়ও স্বীকার করে নেন। তার এই স্বীকারোক্তির রেকর্ডও নিউজ নাউ বাংলা ডটকমের অনুসন্ধানী টিমের কাছে সংরক্ষিত আছে।

জাকির হাসান জানিয়েছেন, আউটসোর্সিং ঠিকাদারি কাজ শুরু করতে গিয়ে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কিভাবে কর্মীদের কাছ থেকে চাকরি বাঁচানোর ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন।

তিনি এ-ও জানান যে, তার ঠিকাদারি প্রতিষ্ঠানটি শুধু ভোলা জেলা নয়, পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের বিভিন্ন সরকারি হাসপাতালেও আউটসোর্সিং প্রক্রিয়ায় একই নিয়মে জনবল সরবরাহ করে আসছেন।

আউটসোর্সিং কর্মীদের সাথে জাকির ট্রেডার্সের অনিয়ম ও প্রতারণার সেই চাঞ্চল্যকর অডিও কল রেকর্ডে অভিযুক্ত স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের অভিযুক্ত ব্যক্তিদের নামও উঠে এসেছে।

‘জাকির ট্রেডার্স’ ছাড়াও দেশের অন্যসব আউটসোর্সিং প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত জানতে ও দেখতে চোখ রাখুন নিউজ নাউ বাংলা ডটকমের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

Related Articles

Leave a Reply

Back to top button