জাতীয়

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না ঢামেকের কর্মকর্তা-কর্মচারীরা

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমের সাথে কথা বলতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৪ জুন) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। শনিবার (৮ জুন) বিষয়টি সকলকে অবগত করা হয়।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সাথে অত্র হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এই কপিগুলো হাসপাতাল সহ ১৩ টি বিভাগে পাঠানো হয়েছে।

এদিকে যেদিন তিনি চিঠি ইস্যু করেন ওই দিনে ঢাকা মেডিকেল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ও শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তবে তিনি ওইদিন বাচ্চা চুরির বিষয়ে সাংবাদিকদের সামনে কোনো কথা বলেননি।

Related Articles

Leave a Reply

Back to top button