আন্তর্জাতিককরোনা

মেলিন্ডা কাটজ ও এমটিএ চেয়ারম্যান করোনা আক্রান্ত

নিউইয়র্কের কুইন্সের ডিএ (ডিস্ট্রিক্ট এটর্নি) মেলিন্ডা কাটজের করোনাভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে। তবে তিনি এখন সুস্থ হয়ে বাসায় অফিস করছেন বলে তাঁর দপ্তর সূত্রে জানা গেছে। মেলিন্ডা কাটজ কুইন্সের বরোর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট।
গত শনিবার মেলিন্ডা কাটজের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট হাতে পাওয়া যায়। সাবেক কুইন্স বরো প্রেসিডেন্ট বেশ ক’দিন ধরে জ্বরে ভূগছিলেন। তবে তিনি কিভাবে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়য়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথিরিটি)’র চেয়ারম্যান প্যাট ফয়ের করোনা ভাইরাসের প্রজেটিভ রিপোর্ট এসেছে গত শনিবার।
অন্যদিকে এনওআইপিডির (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট) কাউন্টার টেররিজম চীফ জন মিলার এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।
সিটি কাউন্সিল মেম্বার রিটি টরেস এবং এইঞ্জ ব্যারেসেরও করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। এছাড়া আরো দুই জন অ্যাসেম্বলি মেম্বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button