জাতীয়

সুশীল সমাজের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদল সুশীল সমাজের সঙ্গে বৈঠকে বসেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে গুলশানে মার্কিন ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ-এর বাসভবনে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেন সাংবাদিক জিল্লুর রহমান, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. আমেনা মহসিন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও মানবাধিকারকর্মী শিরিন হক ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লাউবেখার। সঙ্গে আছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার।

বৈঠকে নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশে সুশীল সমাজের অবস্থান কেমন–এ বিষয়ে মার্কিন প্রতিনিধিদলকে অবগত করা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button