বিনোদুনিয়া

২১ আগস্টের বোমা হামলাকারীদের সুবর্ণা মুস্তাফার ধিক্কার

২১ আগস্টের ভয়াবহ বিভীষিকাময়, বর্বরোচিত ও বীভৎস হত্যাযজ্ঞের ১৮তম বার্ষিকীতে, বোমা হামলাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন খ্যাতিমান অভিনেত্রী ও আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

আজ রবিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে হামলাকারীদের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘ধিক্কার জানাই ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রশাসনের ছত্রছায়ায় যারা জঘন্য বোমা হামলা করেছিল। তাদের একমাত্র লক্ষ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। সেদিন মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে যান আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী।

২১ আগস্টের হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদদের স্মরণ করে সকলের আত্নার শান্তি কামনাও করেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button