খেলা

১০ উইকেটের পিএনজিকে হারিয়ে বিশাল জয় ওমানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দেশ ওমান।

আজ রবিবার দুপুরে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পিএনজির দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয়ের দেখা পায় ওমান।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্বাগতিক দুই ওপেনারের ব্যাটেই আসে অর্ধশতক। তাতেই ১৩.৪ ওভারে ১০ উইকেটে হারিয়ে দেয় বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পাপুয়া নিউগিনিকে। ওমানের ওপেনার জতিন্দর সিং ৭৩ (৪২) ও আকিব ইলিয়াস ৫০ (৪৩) রানে অপরাজিত থেকেছেন।

এর আগে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে পিএনজি ৯ উইকেটে ১২৯ রান তোলে।

ওমানের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জিশান মাকসুদ। এছাড়া ২টি করে উইকেট নেন বিলাল খান ও কালিমুল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button