জেলার খবর

সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ তিন ক্রয় প্রস্তাব অনুমোদন

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পারুয়া, ঘাটচেক ও সরফভাটা মৌজায় ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সংগে সৌদিআরব থেকে ২৫ হাজারটন ইউরিয়া সার আমদানি এবং রিজিওনাল কানেকটিভিটি প্রোজেক্ট বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি।
বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খন্দকার ইসতিয়াক আহমেদ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, বেসরকারি খাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পারুয়া, ঘাটচেক ও সরফভাটা মৌজায় ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব মেটিটো ইউটিরিটিস লিমিটেড। সরকার ৫ দশমিক ৯৮ পার কিলোওয়াট ঘণ্টা রেটে এ বিদ্যুতকেন্দ্র থেকে ২০ বছর মেয়াদে বিদ্রুৎ ক্রয় করবে বলে চুক্তি হয়েছে।
বৈঠকে অনুমোদিত অন্যা প্রকল্পগুলোর মধ্যে ২৫ হাজার মেট্টিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টন ২৪১ দশমিক ৭৫ ইউএস ডলার রেটে জি টু জি ভিত্তিতে সংযুক্ত আবর আমিরাত থেকে এসব সার আমদানি করা হবে। ২৫ টন সার আমদানিতে মোট খরচ হবে ৫১ কোটি ৮১ লাখ টাকা।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রোজেক্ট বাস্তবায়নে ‘প্রোজেক্ট ম্যানেজমেন্ট এন্ড কোয়ালিটি অ্যাসারেন্স কনসালটেন্সি সার্ভিস’ সেবার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে ৩৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে প্রাইস ওয়াটার হাউজ কুপারস প্রাইভেট লিমিটেডকে নিয়োগ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button