আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে। এই নির্বাচনে ১২ কোটি ৭০ লাখের বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন, যা তাদের গণতান্ত্রিক ইচ্ছার প্রকাশ ঘটাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
রুডিগার বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সারিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটেও গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
রুডিগার লোটজ বলেন, নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতিতে দারুণ কাজ করছে। আমি তাদের জন্য শুভকামনা জানাই এবং বাংলাদেশের জনগণের জন্যও শুভকামনা জানাই—যেন তারা আবারও গণতন্ত্রের পথে ফিরে আসতে পারেন।
নির্বাচনটি কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, এমন প্রশ্নের জবাবে লোটজ বলেন, আমরা মনে করি, দেশটির প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন—এমন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। এটাই মূল বিষয়।

