Leadঅপরাধ-আদালতঢাকা

রাজধানীর তিন স্থানে সাত ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি স্থানে অন্তত সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) গভীর রাত থেকে সোমবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় এসব ককটেল বিস্ফোরণ হয়।

এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের এই হামলাগুলোর পেছনে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। তবে কে বা কারা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে বিস্ফোরণ: পুলিশ জানায়, রবিবার ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় কেউ আটক নেই এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মোহাম্মদপুরে উপদেষ্টার প্রতিষ্ঠানে হামলা: এর কয়েক ঘণ্টা পর সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তার ও কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই আরোহী এসে প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল ছুড়ে মারে, যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, সকালের দিকে উপদেষ্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে।

ধানমন্ডিতেও বিস্ফোরণ: একই সময়ে ধানমন্ডিতেও ককটেল বিস্ফোরিত হয়। সোমবার আনুমানিক সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ধানমন্ডি এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এই হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, দুর্বৃত্তরা ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টোপাশে মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, ‘এই ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, মোটরসাইকেলে দুজন আরোহী ছিল এবং তারা ককটেলগুলো ছুড়ে মারে। পুলিশ তাদের ধরার চেষ্টা করলে তারা চোরের মতো পালিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (৮ নভেম্বর) মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া, শুক্রবার কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চেও হাতবোমা হামলার ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button