
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির আহ্বান নাকচ করলেন নেতানিয়াহু
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ৭ অক্টোবরের হামলা থেকে ইসরায়েলের জনগণকে রক্ষায় ব্যর্থতার জন্য নেতানিয়াহু সরকারের সমালোচনা করেছেন সংগঠনটির হাতে জিম্মি এক নারী। সোমবার হামাসের প্রচার করা নতুন এক ভিডিওতে তিন নারীকে দেখা যায়। তাদের একজন নিজেদের মুক্ত করার আহ্বান জানানোর পাশাপাশি নেতানিয়াহু সরকারের সমালোচনা করেন।
আল-জাজিরার খবরে জানানো হয়, এই ভিডিও প্রকাশকে ‘নিষ্ঠুর প্রচারণা’ উল্লেখ করে হামাসের সাথে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েল কর্তৃপক্ষের হিসাবমতে, হামাস ইসরায়েল থেকে অন্তত ২৩৯ জনকে জিম্মি করে নিয়ে গেছে। যাদের মধ্যে ইসরায়েলি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরা রয়েছে।
এখন পর্যন্ত দুই আমেরিকান মা ও মেয়ে এবং দুই বয়স্ক ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, অসুস্থ হয়ে পড়ায় মানবিক কারণে ওই চার জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮ হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।



