করোনাজাতীয়

মাঝপথেই বন্ধ হতে পারে বইমেলা

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে মাঝপথেই অমর একুশে গ্রন্থমেলা বন্ধ করা হতে পারে।

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, যদি মেলা শুরুর পর করোনা সংক্রমণ বেড়ে যায়, তাহলে বন্ধ করে দিতে হতে পারে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলা একাডেমি আয়োজিত মেলাটি এবার উত্সর্গ করা হচ্ছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে। এবারের বই মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

বৃহস্পতিবার বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button