আন্তর্জাতিক

ভারতে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাতের পর দেয়ালধসে ৯ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের কারণে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়ালধসের পর উদ্ধারকারি দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য চার লাখ এবং আহতদের চিকিৎসার জন্য দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button