জাতীয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্কে নতুন ক্ষেত্র যোগ হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের আয়োজনে হোটেল র‌্যাডিসন ব্লু হোটেলে দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দুদেশের অর্ধশত বছরের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।

মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

Related Articles

Leave a Reply

Back to top button