বিনোদুনিয়া

প্রথমবার জুটি হলেন রাজ ও বুবলী

প্রথমবার চলচ্চিত্রে জুটি হলেন বর্তমান সময়ের দুই আলোচিত তারকা শরিফুল রাজ ও শবনম বুবলী।

সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ নামের সিনেমায় দেখা যাবে তাদের। এটি নির্মাণে রয়েছেন মিশুক মনি।

জানা গেছে, গেল ৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনো জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজের কথা।

রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের বিষয়ে বুবলী বলেন, এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত ধরে শুটিং করি আর সারা দিন ধরে ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও এই দুই তারকা আলোচনার তুঙ্গে। বাস্তবে ত্রিভূজ সম্পর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছেন তারা।  বুবলি, শাকিব খান ও অপু বিশ্বাস। অন্যদিকে পরীমনি, রাজ ও বিদ্যা সিনহা মিম কে নিয়ে গুঞ্জণ চলছে এখনো। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে নিজেদের চলচ্চিত্রের কাজে ব্যস্ত রয়েছে রাজ ও বুবলী।

 

Related Articles

Leave a Reply

Back to top button