জাতীয়

‘প্রতিবন্ধীদের কল্যাণে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন চলমান’ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ১২ সুপারিশ

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দের পাশাপাশি ১২ সুপারিশ করেছে বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ও ডিজঅ্যাবিলিটি রাইটস ফান্ডের সহযোগিতায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সুপারিশ তুলে ধরেন তারা।
এতে সহআয়োজক হিসেবে ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, ডিসিএফ, এনসিডিডাব্লিউ, সীতাকুণ্ড ফেডারেশন, টার্নিং পয়েন্ট ও ডব্লিউডিডিএফ। অনুষ্ঠানে ‘প্রতিবন্ধী ব্যক্তিবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ও গ্লোবাল ডিজঅ্যাবিলিটি সামিটে দেয়া বাংলাদেশ সরকারের অঙ্গীকার বাস্তবায়ন’ শীর্ষক আলোচনায় অংশ নেন বক্তারা।

সভায় ডিসিএফ এর নির্বাহী পরিচালক নাসরিন জাহান স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি ও সীতাকুন্ড ফেডারেশন এর এডভাইজার ভাস্কর ভট্টাচার্য্য।

সভায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার উপর এবং প্রোগ্রাম ম্যানেজার তসলিম জাহান গ্লোবাল ডিজএবিলিটি সামিট ২০১৮ ও ২০২২ এর বাংলাদেশ সরকারের অঙ্গীকারনামা উপস্থাপন করেন। আলবার্ট মোল্লা কর্মপরিকল্পনা ও অঙ্গীকার বাস্তবায়নে ১২টি সুপারিশ তুলে ধরেন।

সুপারিশগুলো হলো: কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য মুখ্য ও সহায়ক কর্তৃপক্ষকে দায়িত্বশীল করা, কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সম্পদ চিহ্নিত করা, সময়সীমা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা, কর্মপরিকল্পনা ও অঙ্গীকার বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংস্থাকে সম্পৃক্ত করা, কর্মপরিকল্পনা ও অঙ্গীকার বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্ত:মন্ত্রণালয় সমন্বয় জোরদার করা, কর্মপরিকল্পনাকে ভিত্তি করে মন্ত্রণালয় ভিত্তিক বাজেট বরাদ্দ দেয়া, প্রাক-বাজেট আলোচনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংস্থাকে সম্পৃক্তকরণ, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর আলোকে সকল কমিটির সভা ও বার্ষিক প্রতিবেদন নিয়মিতকরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে যত দ্রুত সম্ভব অফিস আদেশ জারি করা, ইউএনসিআরপিডি পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন, মন্ত্রণালয় ভিত্তিক প্রতিবন্ধিতা বিষয়ক একজন ফোকাল পারসন নির্দিষ্ট করা, আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিবন্ধিতা বিষয়ক প্রতিবেদন দাখিল প্রক্রিয়ার সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংস্থাকে সম্পৃক্ত করা এবং ৮ম-পঞ্চ বার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ২০১৩ ও এর বিধিমালা ২০১৫, কোভিড পরিস্থিতি ও বৈশি^ক অর্থনৈতিক মন্দা বিবেচনায় এনে প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা পুনঃমূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা।

অনুষ্ঠানে, প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে খুবই আন্তরিক এবং তাদের ভাগ্য পরিবর্তনে সকলকে একসাথে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আজকের আলোচনা সভায় উপস্থাপিত সুপারিশ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আয়োজক সংস্থাদের ধন্যবাদ জানান।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী রিক্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অবহিত করার উদ্যোগ গ্রহণ, কর্মপরিকল্পনা পুনঃমূল্যায়ন ও গ্লোবাল ডিজএবিলিটি সামিটে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে আলাদা একটি কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ গ্রহণের মতামত ব্যক্ত করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য্য বলেন, সকল মন্ত্রণালয়ে প্রতিবন্ধিতা বিষয়ক ফোকাল পারসন নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, জাতীয় সমন্বয় কমিটিসহ অন্যান্য সকল কমিটির সভা নিয়মিতকরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে একসাথে কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে সুপারিশমালা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দ্রুত জমাদানের জন্য বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী রিক্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অবহিত করার উদ্যোগ গ্রহণ, কর্মপরিকল্পনা পুনঃমূল্যায়ন ও গ্লোবাল ডিজএবিলিটি সামিটে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে আলাদা একটি কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ গ্রহণের মতামত ব্যক্ত করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য্য বলেন, সকল মন্ত্রণালয়ে প্রতিবন্ধিতা বিষয়ক ফোকাল পারসন নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, জাতীয় সমন্বয় কমিটিসহ অন্যান্য সকল কমিটির সভা নিয়মিতকরণের উদ্যোগ গ্রহণ করা হবে ।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে একসাথে কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে সুপারিশমালা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দ্রুত জমাদানের জন্য বলেন।

সভায় সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বেসরকারি সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তি, সুশীল সমাজ, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মহুয়া পাল সমাপনী বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button