বিনোদুনিয়া

প্রকাশ্যে সন্তানের বাবার নাম জানালেন নুসরাত

‘আপাতত যশ এবং আমি দারুণ সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে। ’

এমন মন্তব্যের পরে কারো আর বুঝতে বাকি নেই, নুসরাতে সন্তানের বাবা কে হতে পারে।

ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে নিজেই বললেন এমন কথা ।

মা হওয়ার পর প্রথমবার বুধবার (৮ সেপ্টেম্বর) কলকাতার একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুসরাত। সেখানে এ অভিনেত্রী বলেন, ‘মাতৃত্ব খুব উপভোগ করছি। আমার জীবনটাই বদলে গেছে। ’

অন্ত:সত্তা হওয়ার পর থেকেই, কে নুসরাতের সন্তানের বাবা, তা নিয়ে প্রশ্ন উঠেছিলো ভক্তদের। মিডিয়াও ছিলো সরব, এমন প্রশ্নের উত্তর খুঁজতে।

সবকিছুকে ছাপিয়ে, গত ২৬ অগাস্ট মা হয়েছেন নুসরাত। নিখিলের থেকে আলাদা হয়ে গেলে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের বিষয়টি সামনে আসে। নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর এবং জন্মের সময়ও তার পাশে ছিলেন এ অভিনেতা। এ থেকে অভিনেত্রী নুসরাত সরাসরি না বললেও এই সন্তানের বাবা যে যশ তা বুঝার বাকি নেই ভক্তদের। আর তার নতুন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে।

কবে দেখা যাবে ছেলে ঈশানকে? এমন প্রশ্নের উত্তরে নুসরাত বলেছেন , ‘ঈশানের বাবা চাইলেই তাকে দেখতে পাওয়া যাবে। আপাতত ছেলেকে সব থেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। এখন পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না সে। ’

 

Related Articles

Leave a Reply

Back to top button