এনএনবি বিশেষজেলার খবরঢাকা

পলিথিন আর বর্জ্যে মৃতপ্রায় লবণদহ

নষ্ট হচ্ছে কৃষিজমি ও জলজ প্রাণী

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর): স্বচ্ছ জলে ভেসে বেড়াত মাছ, নদীর তীরে ছিল শিশুদের কোলাহল, এই নদীর জলই ছিল কৃষকের সেচ কাজের ভরসা। কিন্তু আজ সেই নদী যেন দম বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছে। পলিথিন, প্লাস্টিক, শিল্পবর্জ্য আর নোংরা বর্জ্যে ভরে গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার লবণদহ নদীর বুক।

এই নদীটি ময়মনসিংহের ভালুকা উপজেলার ক্ষীরু নদীর সংযোগস্থল থেকে উৎপত্তি হয়ে শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলা এলাকায় প্রবাহিত হয়ে তুরাগ নদীতে পতিত হয়।এই নদীর দৈর্ঘ্য ২৯ কিলোমিটার। এই লবণ দহের পাশ দিয়ে চলে গেছে শ্রীপুর শিল্পাঞ্চলের প্রায় শতাধিক কারখানা। স্থানীয়দের অভিযোগ এসব কারখানার অনেকেই এখনো কোনো বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই রাসায়নিক মিশ্রিত পানি সরাসরি নদীতে ফেলছে। ফলে নদীর পানি কালো হয়ে গেছে, চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

মাওনা এলাকার কৃষক আবুল হোসেন বলেন,আগে এই নদীর পানিছিল একেবারে স্বচ্ছ। এই পানিতে গোসল করতাম মাছ ধরতাম, এই পানি দিয়ে ধান চাষ করতাম, এখন ধান গাছই মরে যায়। নদীর পাশে দাঁড়ানো যায় না, গন্ধে মাথা ঘুরে যায়।

কলকারখানা হওয়ার আগেও নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। এখন নদীতে জাল ফেললে উঠে আসে শুধু পলিথিন আর কারখানার বর্জ্য। শিশুদের জন্য নদীতে গোসল করা বা খেলা করা একখন অসম্ভব হয়ে পড়েছে।

নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, নদীতে এভাবে বর্জ্য জমতে থাকলে তা শুধু পানি দূষণই নয়, আশেপাশের মাটি ও ভূগর্ভস্থ পানির মানও মারাত্মকভাবে নষ্ট করছে। এতে স্থানীয় কৃষি, মৎস্য সম্পদ এবং মানুষের স্বাস্থ্যের ওপরও পড়ছে নেতিবাচক প্রভাব।

লেখক কবি শাহান শাহাবুদ্দিন দ্রুত লবণ দহ নদী পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নদী বাঁচাতে হলে অবৈধ বর্জ্য ফেলা বন্ধ, কারখানায় ইটিপি বাধ্যতামূলক করা এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে।

নদী রক্ষা আন্দোলনের স্থানীয় সংগঠনের সভাপতি ও পরিবেশবিদ সাঈদ চৌধুরী বলেন,নদীই আমাদের জীবনের অংশ। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, কয়েক বছরের মধ্যে মানচিত্র থেকে লবণ দহ নদী হয়তো হারিয়ে যাবে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল বলেন, তদন্ত করে দোষী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button