ক্রীড়াঙ্গন

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার সাউদি

কিউই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘স্যার রিচার্ড হেডলি মেডেল’। বছরের সেরা ক্রিকেটারকে প্রদান করা হয় এই পুরস্কার।  আর এবার নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডানহাতি পেসার টিম সাউদি। প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন সাউদি।

২০২১-২২ মৌসুমে ২৩.৮৮ গড়ে ৩৬টি উইকেট নিয়েছেন সাউদি। এর মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটও আছে। এই সময় ইংল্যান্ডের বিপক্ষে তার ৪৩ রানে ৬ উইকেট ছিল সেরা বোলিং ফিগার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠা নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন সাউদি। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ভারত সফরে কিউইদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

যার নামে এই পুরস্কার, সেই স্যার রিচার্ড হেডলি নিজে সাউদিকে বর্ষসেরা হিসেবে বেছে নেওয়া নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন। কিউই কিংবদন্তি নিজে ৩২ বছর বয়সী সাউদির ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেছেন, একদিন সাউদি নিশ্চয় তার নিজের ৪৩১ উইকেটের রেকর্ড ভাঙবেন। টেস্টে সাউদির বর্তমান উইকেটসংখ্যা ৩৩৮টি।

Related Articles

Leave a Reply

Back to top button