অর্থ বাণিজ্যকরোনা

ঘরে বসেই বেতন পাবেন পোশাক শ্রমিকরা: বিজিএমইএ

গ্রামের তৈরি পোশাক শ্রমিকরা ঘরে বসেই বেতন পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিএমইএ-এর সভাপতি ড. রুবানা হক।

তিনি বলেন, ‘ঢাকার বাইরে অবস্থানরত পোশাক শ্রমিকদের এখন ঢাকার আসার প্রয়োজন নেই। তাদের বেতন পৌঁছে দেয়া হবে।’

সরকার সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ করে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিলেও ‘লকডাউন’ চলার মধ্যেই গত ৪ এপ্রিল কিছু পোশাক কারখানার মালিক প্রতিষ্ঠান চালু রাখার সিদ্ধান্ত নিলে যানবাহন না পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মাইল পথ পায়ে হেঁটে নানা ভোগান্তি মাড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা অভিমুখে আসতে থাকেন শ্রমিকরা।

ওইদিন রাতেই সব কারখানা মালিককে আবার ছুটি ঘোষণা করার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি রুবানা হক। এরপরই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমানও।

কিন্তু এরইমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, সাভারসহ কোথাও কোথাও বিধি মেনে সীমিত পরিসরে পোশাক কারখানা চালু করার আভাস পাওয়ার পর আবারও গ্রামের বাড়ি ছেড়ে ঢাকা অভিমুখে আসতে শুরু করেছে পোশাক শ্রমিকরা।

এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা যখন বেতন না পাওয়া ও চাকরি হারানোর ভয়ে গ্রাম থেকে ঢাকায় আসতে শুরু করেছে এমন সময় তাদের বেতন ঘরে পৌঁছে দেয়ার কথা জানালেন বিজিএমইএ সভাপতি।

Related Articles

Leave a Reply

Back to top button