জাতীয়

এবার দলীয়ভাবে নির্বাচন করতে চান হিরো আলম

এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নয়, যেকোনো রাজনৈতিক দল থেকে মনোনয়ন নেবেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

কোন আসন থেকে নির্বাচন করতে চান তা আরো দুদিন পর এ ব্যাপারে ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

রোববার বিকালে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে তিনি এসব তথ্য দিয়েছেন।

হিরো আলম জানান, তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরবর্তীতে বিএনপির সংসদ সদস্যরা বগুড়া-৪ ও বগুড়া-৬ (সদর) আসন থেকে পদত্যাগ করলে দুটি আসনের উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে এবার স্বতন্ত্র নয়; কোনো দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। কোন দল থেকে টিকিট নেবেন তা জানতে আরও দুদিন অপেক্ষা করতে হবে। দুদিন পর দলীয় পরিচয়ে মনোনয়ন সংগ্রহ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button