জাতীয়

ল্যাপটপ চুরি, কমিশন দায় এড়াতে পারে না: সিইসি

দু-একজন লোকের অন্যায় এবং অনিয়মের দুর্নাম এসে পড়ছে নির্বাচন কমিশনের উপর। কমিশন এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হূদা।

নির্বাচন কমিশন ভবনে দেশের সব জেলা উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কর্মকর্তাদের কড়া বার্তা দেন সিইসি। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। কাজেই এ প্রতিষ্ঠানের ভাবমুর্তি ধরে রাখা সকলের সন্মিলিত দায়িত্ব।নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব বেড়েছে, ক্ষমতাও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। সঠিক ভাবে এই অধিকার প্রয়োগের আহবান জানান সিইসি। নির্বাচন কমিশনের চুরি যাওয়া ল্যাপটপ এবং ভুয়া এনআইডি কার্ড তৈরি প্রসঙ্গে সিইসি বলেন, কমিশনের দু-একজন লোকের অন্যায়ের দুর্নাম নিতে হচ্ছে সকলকে।আগামীতে এনআইডিসহ নির্বাচন কমিশনের সকল কার্যক্রম পরিচালনায় সবাইকে সচেতন থাকার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।

Related Articles

Leave a Reply

Back to top button