অপরাধ-আদালত

মর্গে তরুণীর মরদেহের সঙ্গে যৌনাচার, যুবক কারাগারে

ময়মনসিংহ মেডিকেল কলেজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে এক নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে আবু সাঈদ (১৯) নামে এক মর্গ সহকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

আবদুল্লাহ আল মামুন জানান, প্রায় তিন বছর ধরে হালুয়াঘাট থানা থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নিয়ে যাওয়ার কাজ করে আসছিলেন সাঈদ। মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে বুধবার আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২০ অক্টোবর সাঈদ হালুয়াঘাট থানা থেকে এক নারীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে নিয়ে যান। অভিযোগ রয়েছে, আগের দিন আত্মহত্যায় ওই নারীর মৃত্যু হয়। মরদেহ মর্গে আনার সময় তার সঙ্গে পুলিশের তিনজন উপপরিদর্শক (এসআই) ও দুইজন কনস্টেবল ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি মর্গে রাখা হয়। তবে এর দুই ঘণ্টা পর সাঈদ একা ফিরে আসেন এবং সে সময় আর কেউ উপস্থিত ছিল না। অভিযোগ ওঠে, ওই সুযোগে তিনি মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এএনএম আল মামুন ময়নাতদন্ত করতে মর্গে প্রবেশ করলে বিষয়টি প্রকাশ পায়। মামুন দেখেন, মরদেহের অবস্থান পরিবর্তন হয়েছে এবং মরদেহে যৌন সম্পর্ক স্থাপনের আলামত রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। বিষয়টি জানার পর ওই দিন সন্ধ্যায় হালুয়াঘাট থেকে সাঈদকে আটক করা হয়।

ডা. মামুন বলেন, সাঈদের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হতে ফরেনসিক নমুনাগুলো ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যদি একাধিক ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়, সে ক্ষেত্রে প্রত্যেক মর্গ সহকারী এবং মরদেহ পরিবহনে সম্পৃক্ত সবার ডিএনএ পরীক্ষা করা হবে।

হালুয়াঘাট থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ওই নারীর মৃত্যুর ঘটনায় এর আগেই হালুয়াঘাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছিল। সেই মামলার তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক জামাল মিয়া। সাঈদের স্বীকারোক্তির পর বুধবার কোতোয়ালী থানায় নতুন করে আরেকটি মামলা করা হয়।

বুধবার বিকালে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল হকের আদালতে হাজির করা হলে দণ্ডবিধির ১৬৪ ধারা অনুসারে সাঈদের জবানবন্দি রেকর্ড করা হয়।

ময়মনসিংহ আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক পিএসএম মুস্তাসিনুর রহমান বলেন, জবানবন্দি লিপিবদ্ধ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button