
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে—এমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কমিশন ইতোমধ্যে অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদী। তাঁর ভাষায়, নির্বাচন কমিশনের অঙ্গীকার হলো জাতিকে একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, আর সেই লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মক ভোটিংয়ের মাধ্যমে আজ কমিশন একটি আদর্শ ভোটকেন্দ্রের বাস্তব পরিবেশ কেমন হবে তা হাতে–কলমে যাচাই করেছে। সিইসি জানান, ভোটারদের কিউ থেকে শুরু করে পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব পালন—সবকিছুই এখানে বাস্তব অনুশীলনের মাধ্যমে পরখ করা হয়েছে।
পাশাপাশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশ কেমন থাকে সেটিও মূল্যায়ন করা হচ্ছে। প্রথমবারের ভোটারসহ অনেকেই আগে কখনো ভোট দেননি; তাদের জন্য এটি একটি চমৎকার হাতে–কলমে অভিজ্ঞতা হয়ে উঠেছে বলে মত দেন সিইসি। একই সঙ্গে এই মহড়া কমিশনকে নিজস্ব সক্ষমতা পরিমাপ করতে সাহায্য করছে।
এবারের নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে; ফলে সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কিন্তু গণভোট যুক্ত হওয়ায় সময়সীমা বজায় রাখতে অতিরিক্ত বুথ বা কেন্দ্র প্রয়োজন কি না, তা আজকের রিয়েল টাইম অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইসি জানান, বর্তমানে ৪২ হাজার ৫০০ পোলিং সেন্টার রয়েছে, তবে প্রয়োজন হলে বুথ বাড়ানোর ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, বুথ বাড়ানো মানে অতিরিক্ত জনবল, ব্যালট বাক্স, লজিস্টিকসসহ নানা ব্যয় যুক্ত হবে। তবুও কমিশন খরচ নয়, ভোটারের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। মানুষকে কষ্ট দিয়ে কমিশন কোনো সিদ্ধান্ত নিতে চায় না।
মক ভোটিংয়ে অনেকের দেড় ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়ে সিইসি জানান, এটিও একটি মূল্যবান অভিজ্ঞতা। কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে তা পূরণ করা যায়—তাও আজকের মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। ভোটারের দীর্ঘ অপেক্ষা কমাতে বুথ বাড়ানো, কর্মী বাড়ানো কিংবা কেন্দ্রের অভ্যন্তরের প্রবাহ পুনর্গঠন—সব বিষয়ই বিবেচনায় থাকবে।
নির্বাচনী প্রচার–প্রচারণাকে কেন্দ্র করে সম্প্রতি যে সহিংস ঘটনাগুলো ঘটেছে, সে বিষয়ে সিইসি বলেন, বাংলাদেশে আইন-শৃঙ্খলা কখনো পুরোপুরি নিখুঁত ছিল না। বিচ্ছিন্ন ঘটনা থাকবেই। তবে সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি করেছে বলে তিনি দাবি করেন। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কমিশন ঘনিষ্ঠভাবে সমন্বিতভাবে কাজ করছে। তাঁর মন্তব্য—আগেকার তুলনায় এখন নিজেদেরও বেশি নিরাপদ মনে হচ্ছে।
গণভোট প্রসঙ্গে সিইসি জানান, গণভোটে মোট চারটি প্রশ্ন থাকলেও ভোটাররা “হ্যাঁ” বা “না”—এই দুটি অপশনের যেকোনো একটিই নির্বাচন করতে পারবেন। এক প্রশ্নে ‘হ্যাঁ’ আর অন্যটিতে ‘না’ দেওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী প্রশ্নগুলো একত্রে বান্ডেল করা হয়েছে। এটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
সামগ্রিকভাবে নির্বাচন কমিশন মক ভোটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবে। কেন্দ্রের সংখ্যা, বুথ বৃদ্ধি, মানবসম্পদ ব্যবস্থাপনা কিংবা সময়সীমা—সবকিছুই আজকের অনুশীলনের ভিত্তিতে নির্ধারিত হবে। আর সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা হবে বহুল প্রতীক্ষিত তফসিল।



