জাতীয়
পরিবেশ ছাড়পত্র নেই, বুড়িগঙ্গা তীরের ২৭ কারখানা বন্ধের নির্দেশ
পরিবেশ ছাড়পত্র না থাকায় বুড়িগঙ্গার পাশে থাকা ২৭টি শিল্প কারখানা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বুড়িগঙ্গার দূষণ বন্ধে পদক্ষেপ না নেয়ায় ওয়াসা’র এমডি তাকসিম এ খানকে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন। হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না হওয়ার জন্য এ আদেশ দিয়েছেন বলে জানান রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর বেঞ্চ এসব আদেশ দেন। হিউম্যান রাইটস এন্ড পিস্ ফর বাংলাদেশ নামে সংগঠন এ বিষয়ে আবেদনটি করেছিলো।