Leadজাতীয়

নভেম্বর থেকে পুলিশের গায়ে নতুন ইউনিফর্ম

আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশের গায়ে উঠছে নতুন পোশাক। আয়রন (লৌহ) ও কফি রঙের ইউনিফরম দিয়ে পুরনো পোশাককে বিদায় জানানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের গায়ে এই নতুন ইউনিফরম দেখা যাবে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) খন্দকার নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ৭৫ হাজার ইউনিফরম তৈরির কাজ চলছে। আগামী শীতকালীন পোশাক হিসাবেই লৌহ রঙের ইউনিফরম যুক্ত হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ সদর দপ্তর কিংবা অন্য যেকোনো ইউনিটকে এই নতুন পোশাকের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চলতি বছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাকের রঙ পাল্টানোর সিদ্ধান্ত নেওয়ার ১০ মাস পর এটা কার্যকর হচ্ছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের পোশাকে শার্টের রঙ আয়রন (লৌহ) এবং প্যান্ট বা ট্রাউজারের জন্য কফি রঙ নির্ধারণ করা হয়। গ্রীষ্ম ও শীতকালের জন্য পোশাকের দুই ধরনের সংস্করণ রাখা হবে। গ্রীষ্মে হাফ-হাতা এবং শীতে ফুল-হাতা শার্ট থাকবে।

খন্দকার নাজমুল হাসান আরও জানান, ইউনিফরমের জন্য কিছু কাপড় পাওয়া গেছে। সেগুলোর সেলাইকাজ চলছে। নকশা ডিজাইনের কাজ আগেই সম্পন্ন করা আছে। পর্যায়ক্রমে জেলা পুলিশসহ বাহিনীর সব ইউনিটে, সবার জন্য সরবরাহ করা হবে।

পাশাপাশি পরিবর্তন আসছে র‌্যাব ও আনসারের পোশাকেও। র‌্যাবের কালো রঙের পোশাক পাল্টে জলপাই রঙ এবং আনসারের পোশাকের রঙ হবে গোল্ডেন হুইট।

র‌্যাবের পোশাক প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, র‌্যাব পুলিশেরই একটি ইউনিট। তবে তারা তাদের নিজস্ব প্রকিউরমেন্ট অনুসরণ করে তাদের পোশাক নির্ধারণ করেছে। আনসারের ইউনিফরম সংশ্লিষ্ট বাহিনীর জন্য নির্ধারণ করা আছে, সে বিষয়ে তারাই বলতে পারবে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ বাহিনীতে বর্তমানে এক লাখ ১৪ হাজার সদস্য রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button