জাতীয়জেলার খবরসিলেট

টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে বাস খাদে পড়ে নিহত মা-মেয়ে

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরগামী একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে এক নারী ও তার মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চাঁদপুরের দোয়ালিয়া গ্রামের মঞ্জুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

স্থানীয় জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়েছিল। ফায়ার সার্ভিসকর্মীরা বাসের নিচে চাপা পড়া মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি বলেন, সেজুতি ট্রাভেলসের বাসটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাচ্ছিল। ইনাতনগর এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের সামনের দিকে বসা মঞ্জুরা ও তার মেয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button