আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ
পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা।
এতে করে ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণও বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি। আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ২০১৫’র চুক্তি অনুযায়ি একটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়ামের মজুদ ৩শ’ কেজি থাকতে পারবে। তবে ইরানের কাছে রয়েছে ৫শ’ ৫১ কেজি।
গেলো বছর আর্ন্তজাতিক পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইরান চুক্তি লঙ্ঘণ করে পারমাণবিক কার্যক্রম চালিয়ে আসছে।