বিনোদুনিয়া

৮ বছর পর ফিরছেন বিন্দু

দীর্ঘ ৮ বছর পর আবারো অভিনয়ে ফিরছেন আফসান আরা বিন্দু।

সম্প্রতি মিজানুর রহমান আরিয়ানের একটি ওয়েবফিল্মে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বিন্দু।

সঙ্গে নায়ক হিসাবে আছেন আরেফিন শুভ। এটি একটি রোমান্টিক গল্পের সিনেমা। তবে নাম এখনো ঠিক হয়নি।

জানা গেছে, আগামী বছর ভালোবাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফরমে সিনেমাটি মুক্তি পাবে। কিছুদিনের মধ্যেই শুরু হবে এর শুটিং।

দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিন্দু বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারব ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’

২০০৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৬ সালে বিনোদন মিডিয়ায় পা রাখেন আফসান আরা বিন্দু। এরপর বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘এই তো প্রেম’ নামে কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন। এরপর ২০১৪ সালে হঠাৎ করেই মিডিয়া থেকে সরে যান।

এ সময়ে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। আবার সেটির বিচ্ছেদও হয়েছে। তবে গত আট বছর ধরে আর ক্যামেরার সামনে দাঁড়ানি বিন্দু।

Related Articles

Leave a Reply

Back to top button