
৭২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত
নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর: রয়টার্স।
রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়।
আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা বলেছেন, ‘উদ্ধার অভিযান চলছে। (দুর্ঘটনার সময়) আবহাওয়া পরিষ্কার ছিল।’
স্থানীয় টেলিভিশনে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজনকে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের চারপাশে জড়ো হতেও দেখা যায়।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, তাদের পরিচালিত টুইন-ইঞ্জিন এটিআর ৭২ মডেলের এই উড়োজাহাজটিতে ৭২ জন আরোহী ছিল। আরোহীদের মধ্যে দুটি শিশু, ৪ জন ক্রু সদস্য এবং ১০ জন বিদেশি নাগরিক।
এদিকে, দুর্ঘটনার পর শতাধিক উদ্ধারকর্মী পাহাড়ের ধারে ওই দুর্ঘটনাস্থল হাজির হন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির বয়স ১৫ বছর।

