২৫ জেলার ডিসি প্রত্যাহার

দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ডিসি প্রত্যাহার হওয়া জেলাগুলো হলো, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর।
এর আগে, সিনিয়র সচিব, সচিব ও সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার পর এবার ডিসিদেরও সরিয়ে নেয়া হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।



