Leadক্রীড়াঙ্গন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন বিতর্ক, কোথায় হবে সেমিফাইনাল

ভারতে সফলভাবে নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগামী নারী বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর ভাবনা করছে। কিন্তু তার আগে উপমহাদেশেই বসতে যাচ্ছে আরেকটি বড় আইসিসি ইভেন্ট। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসি ইতিমধ্যে আটটি ভেন্যু চূড়ান্ত করেছে। ভারতের পাঁচটি শহর, যেমন- আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই এবং শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিসহ দুটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এখনো টুর্নামেন্টের সূচি প্রকাশিত হয়নি।

সবচেয়ে বড় প্রশ্ন কেন্দ্রীয়ভাবে দাঁড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ ও সেমিফাইনাল ভেন্যু নিয়েও। কেউ কারো দেশে ক্রিকেট খেলার রাজি না হওয়ায় সেমিফাইনাল কোথায় হবে, তা নিয়ে আইসিসি চিন্তিত।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্স সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে একটি ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, যদি পাকিস্তান না ওঠে কিন্তু শ্রীলঙ্কা শেষ চারে থাকে, তখনো একটি সেমিফাইনাল কলম্বোতে হবে।

বাকি ম্যাচগুলো ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কিছু ভারতীয় সংবাদমাধ্যমে সেমিফাইনালের ভেন্যু হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের নামও শোনা যাচ্ছে। ফাইনাল ম্যাচ ৭ মার্চ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, কিন্তু পাকিস্তান ফাইনালে উঠলে তা কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠিত হবে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি এবং সাম্প্রতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু নীতি কার্যকর করেছে। পাকিস্তানের বিপক্ষে ভারত সাম্প্রতিক নারী টি-টোয়েন্টি ম্যাচও কলম্বোর প্রেমাদাসায় খেলেছে, যদিও বৃষ্টির কারণে তিনটি ম্যাচ বাতিল হয়েছে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও ২০২৪ সালের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে। পাঁচটি করে দল থাকবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে। সুপার এইটেও প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনালের পরে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে টিকিট কেটেছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। বাছাইপর্ব থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট পেয়েছে জিম্বাবুয়ে, নেপাল, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Related Articles

Leave a Reply

Back to top button