আন্তর্জাতিক

২০২৫ সালে সাহিত্যে নোবেল জয়ী হয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্সাসনাহোরকাইন

২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্সাসনাহোরকাইন ।তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে , তাঁর সুনিশ্চিত ও দিব্য দৃষ্টিপূর্ণ সাহিত্য সম্ভারের কারনে ,’যা এই মহাবিপর্যয় আতঙ্কে র কালে শিল্পের শক্তির কথা।

লেখক লাসলো ক্সাসনাহোরকাই ১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ – পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্ম গ্রহণ করেন।জিউলার মতোই একটি প্রত্যন্ত একটি গ্রামীন অঞ্চল । ক্সাসনাহোরকায়ের প্রথম উপন্যাস সাতানটাঙোর(১৯৮৫ সালে প্রথম প্রকাশিত) প্রেক্ষাপট।

এই উপন্যাসে উঠে এসেছে হাঙ্গেরির প্রত্যন্ত একটি গ্রামের পরিত্যক্ত সমবায় খামারে বাস করা দরিদ্র কিছু মানুষের  কথা ।সমাজতন্ত্রের পতনের ঠিক আগ মুহূর্তে যারা অনিশ্চয়তা ও নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

সাতানটাঙো হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে।

তাঁর দ্বিতীয় উপন্যাস দ্যা মেলানকেলি অব রেজিসট্যানস( ১৯৮৯ সালে প্রকাশিত , ইংরেজি অনুবাদ ১৯৯৮)পড়ে আমেরিকান সমালোচক সুসান

সোনট্যাগ তাঁকে বলেছিলেন সমসাময়িক সাহিত্যের ‘আ্যপোক্যালিপসের মাস্টার ‘।

Related Articles

Leave a Reply

Back to top button