ক্রীড়াঙ্গন

২০২৩-এর ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস

২০২৩-এর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, করোনা মহামারির কারণে স্থগিত হওয়া এশিয়ান গেমস। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া নতুন সূচি প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) পক্ষ থেকে মঙ্গলবার (১৯ জুলাই) বলা হয়, শেষ দু’মাস ধরে চীনের অলিম্পিকস কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। ২০২৩ সালে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

এ আসরে ৪৪টি দেশ থেকে আসা ১১ হাজারেরও বেশি অ্যাথলেট অংশ নেবেন। ইতোমধ্যে এশিয়ান গেমস আয়োজনের জন্য ৫৬টি ভেন্যুর নির্মাণকাজ শেষ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button