ক্রীড়াঙ্গন
১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবলাররা
১২ বছর পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আগের হিসাব পাল্টানোর হিসেব ছিল বাংলাদেশী নারী ফুটবলারদের।
স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন ঝতুপরণা আফিঈদারা।
বাংলাদেশ নারী দল এর আগে থাইল্যান্ডের মুখোমুখি একবার ই হয়েছিল,২০১৩ সালে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে।সেই ম্যাচে ৯-০ গোলের হার দেখেছিল লাল সবুজ জার্সিধারীরা। দীর্ঘ এক যুগ পর আবার ও মুখোমুখি দুই দল।
ম্যাচটি সরাসরি সম্প্রচারিত না হওয়ায় দেশের ফুটবল প্রেমী দের অপেক্ষার ফল জানার, সর্বশেষ তথ্য অনুযায়ী প্রথমার্ধে ই স্বাগতিকরা এগিয়ে গেছে এক গোলে।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে সারে তিনমাস পর ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারীফুটবলার।
এক ই সাথে আগামী বছরের এএফসি ম্যাচে র প্রস্তুতি শুরু হলো এই প্রিতি ম্যাচ দিয়ে।



