
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শিল্পনগরী নরসিংদী যাচ্ছেন। তিনি বিকেলে মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন। এ ছাড়া প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নরসিংদী।
অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় এসএসএফ, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশের এলাকা এবং পলাশের ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানা এলাকায় নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় পলাশ এশিয়ার বৃহত্তম গ্রিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দুপুর আড়াইটায় তিনি নরসিংদী সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এরপর নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম থেকে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যয়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
প্রকল্পগুলো হলো নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণকাজ, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণকাজ, পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়কে চতুর্থ তলায় উন্নীতকরণের কাজ, সরকারি শহীদ আসাদ কলেজের ষষ্ঠতলা একাডেমিক ভবন নির্মাণকাজ, কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণকাজ, গোয়ালদী ছাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণকাজ, বাঘার দারুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণকাজ, বেলাব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজ, পলাশ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও উপজেলা পরিষদ হলরুম নির্মাণকাজ এবং নির্বাহী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয় (চারতলা ভবন)। স্টেডিয়ামে জনসভায় তিনি ভাষণ দেবেন।


