জাতীয়

স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান নির্বাচন কমিশনার

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে একথা বলেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সকলে এসে ভোট দিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনেও সকলে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন বলে আশা করি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারী থাকবে।
এর আগে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button