
বিশ্ব
সৌদিতে এবার নারী ট্রেন চালক নিয়োগের বিজ্ঞাপন!
সৌদি আরবে প্রথমবারের মতো রেল কোম্পানির ৩০টি পদে নারী চালক নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। ওই পদে দরখাস্ত করেছেন ২৮ হাজার সৌদি নারী। খবর: বিবিসি।
বিবিসি সেই প্রতিবেদনে জানা যায়, রক্ষণশীল মুসলিম দেশটিতে, প্রথমবারের মতো, এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নারীরা এক বছরের প্রশিক্ষণ শেষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় উচ্চগতির ট্রেন চালানোর দায়িত্ব পাবেন।
সম্প্রতি বছরগুলোতে প্রিন্স সালমান অর্থনীতিকে তেল নির্ভরশীলতা থেকে সরিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন।
যার মধ্যে রয়েছে নারীদের গাড়ি চালানো ও এক একা ভ্রমণের অনুমতি দেওয়া।
এসব পরিবর্তনের কারণেই গত পাঁচ বছরে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে।
দেশটিতে এখন প্রায় ৩৩ শতাংশ নারী ঘরের বাইরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।

