জাতীয়

সাংবাদিক মোস্তফা কামাল পাশার দাফন সম্পন্ন

প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তফা কামাল পাশা মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বন্দর নগরী চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তিন দফা জানাজা শেষে হাটহাজারীর পশ্চিম ধলই মীর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার।

মোস্তফা কামাল পাশা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ১৯৫২ সালে মীর বাড়িতে জন্ম গ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন।

১৯৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন মোস্তফা কামাল পাশা। তার প্রকাশিত গল্পগ্রন্থ ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।

Related Articles

Leave a Reply

Back to top button