বাংলাদেশ

শিক্ষামন্ত্রী শুক্রবার শাবিপ্রবিতে যাচ্ছেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন আগামীকাল শুক্রবার।

বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, আমাদের দাবি দাওয়া ও সমস্যা নিয়ে কথা বলতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমাদের এ তথ্য জানানো হয়েছে বলে জানান তিনি।

এরপর রাতে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে শাবিপ্রবির উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি ।

গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলন এখনো চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button