বিনোদুনিয়া

শবেবরাত নিয়ে অপু বিশ্বাসের পোস্ট; মুহূর্তেই ভাইরাল

পবিত্র শবেবরাত উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলে আব্রাম খান জয়ের কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, জয়ের পরনে রয়েছে সাদা পাঞ্জাবি এবং মাথায় সবুজ ও সাদা রঙের পাগড়ি।

অভিনেত্রী লেখছেন, আজ ২২শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার,বসন্তকাল।

আজকের রাতকেই শবেবরাত বলা হয়, আজকের রাতে মহান রব্বুল আলামীন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো।

কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ তা’য়ালা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ এ রাতে করণীয়-

রাত জেগে নফল নামাজ, তাসবীহ্ তাহলীল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবীহ্ এর নামাজ, দোয়া ইস্তেগফার, ও কবর জিয়ারত করা, পরদিন রোজা রাখা। আল্লাহ্ তা’য়ালা আমাদের সকলকে শবেবরাতে উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্টটি।

Related Articles

Leave a Reply

Back to top button