ফলোআপ

রিয়াজের শ্বশুরের লাইভে আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশ

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও ছয় ঘণ্টার মধ্যে অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস, এম, মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিটিআরসির প্রতি আজ এ আদেশ দেন।

সেসঙ্গে এ ভিডিও সবধরনের প্রচার মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সকল ডিজিটাল প্লাটফর্ম থেকে এই ভিডিও অপসারণে নির্দেশ দেয়া হয়েছে।

ধানমন্ডি ৭ নম্বর সড়কে নিজ ফ্ল্যাটে বুধবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে কিছু সময় কথা বলার পর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন মহসিন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

যেখানে বসে লাইভে কথা বলছিলেন মহসিন খান, তার পাশেই একটি চিরকুট পেয়েছে পুলিশ।

আত্মহত্যার ঘটনায় ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button