জাতীয়

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং দায়েরকৃত মামলার দ্বিতীয় আসামি মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় তাকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।

বিষয়টি  নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, সাহেদকে গ্রেফতারেও অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব। পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও তদন্তকারী কর্মকর্তা তৎপর রয়েছেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আশিক বিল্লাহ আরও বলেন, সাহেদের পাসপোর্ট আমাদের কাছে। আমরা জব্দ করেছি। সে যদি দেশ ত্যাগ করতে চায়, তাহলে সেটা তার জন্য অবৈধ পন্থা হবে। সে যাতে কোনোভাবেই দেশত্যাগ না করতে পারে, সেজন্য আমাদের আইনশৃঙ্কলা বাহিনী সজাগ রয়েছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। গ্রেফতার না করতে পারার কারণ সে প্রতারক। এর চেয়ে বড় অপরাধীদের গ্রেফতার করেছে র‌্যাব। সাহেদকেও গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button