বিনোদুনিয়া

যতবার নির্বাচন করবো বিপুল ভোটে জিতব: জায়েদ খান

শিল্পী সমিতির সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, আগামীতে যদি আবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেন তখনও বিপুল ভোটে জিতবেন বলে জানিয়েছেন ।

রোববার সন্ধ্যায় এফডিসিতে জায়েদ খান বলেন, ‘আমি এতো আত্মবিশ্বাসী কারণ আমি ভালো কর্ম করেছি। শিল্পীরা ফোন করে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। তারা আমার জয়ে খুশি। গত ৪ বছর ধরে তাদের জন্য কাজ করেছি, তাহলে তারা কেন আমাকে ভোট দেবে না?’

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মিশা সওদাগরকে হারিয়ে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হন। আর নিপুণকে হারিয়ে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হয়।

এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন নেয়ার জন্য দাবি তুলেছেন চিত্রনায়িকা নিপুণ।

Related Articles

Leave a Reply

Back to top button