বিনোদুনিয়া

মৃত্যুর পর জেনসের নতুন গান

মৃত্যুর চার দিন পর এসেছে জেনস সুমনের নতুন গান। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে ‘কেউ জানল না কেউ বুঝল না’। গানটির কথা লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর।

জি-সিরিজের উপদেষ্টা ঈশা খান দূরে জানান, মৃত্যুর আগে কয়েক মাস ধরে টানা বেশ কয়েকটি গানের রেকর্ডিং করে গিয়েছিলেন জেনস সুমন। সেখান থেকেই ধাপে ধাপে গানগুলো প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘সুমনের আরও কিছু গান রেকর্ড করা আছে। মারা যাওয়ার এক দিন আগেও অনেক রাত পর্যন্ত গান নিয়ে আলোচনা হয়েছে।’

সুরকার-সংগীত পরিচালক অমিত কর জানান, সুমন তাঁর খুব কাছের মানুষ ছিলেন। এই গানসহ আরও কয়েকটি গান তাঁরা একসঙ্গে করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা পূর্ণতা পেল না।

জেনস সুমনের পুরো নাম গালিব আহসান মেহেদী। ১৯৭৯ সালে শরীয়তপুরে জন্ম হলেও তাঁর বেড়ে ওঠা ঢাকায়। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’।

২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি প্রচারের পর ব্যাপক পরিচিতি পান জেনস সুমন। ২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর শেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’।

Related Articles

Leave a Reply

Back to top button