বিনোদুনিয়া

‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই।

আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে উত্তরায় নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ ।

পিয়ারী বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছেলে রাবিউল আমিন বলেন, গত মাসে অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি করিয়েছিলাম।

রাবিউল আমিন আরো বলেন, চিকিৎসকরা বলেছিলো আম্মার দুর্বল। আপাতত বাসায় নিয়ে যান। ওষুধ বাসাতেই খাওয়ান। হাসপাতালে রেখে কী করবেন? বাসায় নেয়ার পর ভালোই ছিল। জ্বরও ছিল না। কিন্তু গত দুই দিন আম্মার শরীর দুর্বল ছিল। আজ আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও ছোট ছেলে বাসায় ছিল। স্ত্রীর সামনেই মারা গেছেন আম্মা।

পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ‘মুখ ও মুখোশ’ ছবির মহরত অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। এটি ছিল বাংলাদেশ তথা তৎকালীন পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র। ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এ ছবির পরিচালক আবদুল জব্বার খান। ছবির অন্যতম প্রধান নারী চরিত্রে ছিলেন পিয়ারী বেগম।

ঢাকার উত্তরায় ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করতেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button