মানবাধিকার নয়, মানবতা আগে

মানবাধিকার নয়, মানবতা আগে
শিরিন আকতার
আজ আমরা মানবাধিকারের কথা অনেক বলি,
কিন্তু মানবতার কথা ভুলে যাই প্রতিদিনের আচরণে।
কাগজে-কলমে অধিকার নিশ্চিত হলেও,
মানুষের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতেই লুকিয়ে থাকে
একটি সমাজের প্রকৃত সভ্যতার মানদণ্ড।
আইন যতই কঠোর হোক,
যদি মানুষের হৃদয় করুণাহীন হয়ে পড়ে,
তাহলে অধিকার রক্ষা হয় না — কেবল নিয়ম পালিত হয়।
মানবাধিকার হলো সেই পথ,
যার লক্ষ্য আসলে মানবতা।
কিন্তু আমরা পথটাকেই লক্ষ্য ভেবে ফেলে এসেছি।
আজ কেউ ক্ষুধার্ত থাকলে সেটা সংবাদ হয়,
কিন্তু সাহায্যের হাত বাড়ানো হয় না।
কেউ অন্যায়ের শিকার হলে আমরা বিচার চাই,
কিন্তু অন্যায়কে ঠেকাতে নিজেদের অবস্থান নেই না।
এই ব্যবধানই প্রমাণ করে —
আমরা অধিকার রক্ষার ভাষা জানি,
কিন্তু মানবতা রক্ষার চর্চা ভুলে গেছি।
একজন অসহায় বৃদ্ধের মুখে সম্মান ফিরিয়ে দেওয়া,
একজন শ্রমজীবীর প্রতি সহমর্মী হওয়া,
একজন শিশুর কান্না থামাতে পাশে দাঁড়ানো —
এগুলো কোনো আইনি বাধ্যবাধকতা নয়,
এগুলোই মানবতার মৌলিক প্রকাশ।
যেখানে মানবতা অনুপস্থিত,
সেখানে মানবাধিকার কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ থাকে।

মানবতার শিকড়ই অধিকার রক্ষার ভিত্তি
আমরা যখন ন্যায়, সততা ও সহানুভূতিকে জীবনের অংশ করে তুলি,
তখনই অধিকার প্রতিষ্ঠিত হয় স্বাভাবিকভাবে।
কারণ অধিকার কখনো জোর করে আসে না —
এটা আসে অন্তরের বোধ থেকে।
যে সমাজে মানুষ অন্যের কষ্টে কাঁদতে পারে,
সেই সমাজেই আইন কার্যকর হয় সত্যিকার অর্থে।
মানবাধিকার যদি হৃদয়ের উষ্ণতা হারায়,
তবে সেটা শুধু একখণ্ড আইনপত্রে সীমাবদ্ধ থাকে।
মানবতার আলো নিভে গেলে
অধিকার কেবল অন্ধকারে হারিয়ে যায়।
আমাদের করণীয়
প্রতিটি মানুষকে সম্মানের সঙ্গে দেখা — তার পেশা, অবস্থান বা ধর্ম যাই হোক না কেন।
অন্যায়ের বিরুদ্ধে নীরব না থাকা, কারণ নীরবতা অন্যায়ের পক্ষে দাঁড়ানো।
সহমর্মিতাকে জীবনের অংশ করা — ছোট একটি সাহায্যও মানবতার জয়।
সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো, কারণ মানবতা থেকেই ন্যায়বোধের জন্ম।
একটি মানবিক সমাজ গড়ে উঠবে তখনই,
যখন আমরা বুঝতে পারবো —
মানবাধিকার হলো আইনের দাবি,
কিন্তু মানবতা হলো আত্মার দায়িত্ব।
মানুষ যদি মানুষকে ভালোবাসে,
তবে অধিকার নিজে থেকেই সুরক্ষিত হয়।
আর এই ভালোবাসাই —
একটি সভ্য সমাজের সবচেয়ে বড় শক্তি।
শিরিন আকতার: সমাজভাবনা ও মানবিক মূল্যবোধের লেখক।



