অন্য খবর
ভোটার নিবন্ধনে অংশ নিলেন তারেক রহমান

১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধ সম্পন্ন করেছেন তারেক রহমান।
লন্ডন থেকে ফেরার দুই দিন বাদে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের পর নেতা কর্মী পরিবেষ্টিত হয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তিনি। সেখানে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া ও জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় কাজ সারেন।
তারেক রহমান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করবেন,তা আগেই জানিয়েছিল বিএনপি। নির্বাচন কমিশন ও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল।